এস এম সালাহ্উদ্দীন, আনোয়ারা প্রতিদিন :
করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামের আনোয়ারা উপজেলা বার আউলিয়ার অন্যতম হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) এর বার্ষিক ওরশ স্থগিত করা হয়েছে। প্রতি বছর ধারাবাহিকভাবে ৬ই আষাঢ় ব্যাপক ভাব-গাম্ভীর্য্যের মধ্যে দিয়ে বার্ষিক ওরশ পালিত হয়ে আসছে।
কিন্তুু ২০২০ সালের এবারের ওরশ বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসের কারণে মাজারের ইতিহাসে ১ম বারের মতো ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছেন হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রঃ) দরবার শরীফ মতোয়াল্লী ও পরিচালনা কমিটি।
আজ ৮ই জুন (সোমবার) বেলা ১২টার সময় মতোয়াল্লী ও পরিচালনা কমিটির পক্ষ থেকে স্থানীয় সাংবাদিকদেরকে আমন্ত্রণ জানিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা লিখিতভাবে জানিয়ে দেন। মাজারের যুগ্ম মতোয়াল্লী এস এম জহিরুল ইসলাম লিখিত বক্তব্য পাঠ করে জানান, করোনা ভাইরাস রোগটি ছোঁয়াচে হওয়ার কারণে স্পর্শতো দূরে থাক কমপক্ষে তিন ফুট দূরুত্ব বজায় রেখে প্রয়োজনীয় কাজ সারতে হচ্ছে এবং সরকার গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে।
পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাওয়াই সার্বিক অবস্থা বিবেচনা করে মাজারের কার্যকরী কমিটি তথা ওরশ পরিচালনা কমিটি এক জরুরী সভায় এই বৎসর ২০ই জুন (শনিবার) অনুষ্ঠিতব্য ওরশ না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিষয়টি লক্ষ লক্ষ ভক্তদেরকে স্ব-স্ব পত্রিকার মাধ্যমে জানিয়ে দিতে সাংবাদিকদেরকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। স্বাস্থ্যবিধির কারণে সাংবাদিকদের সামনে সবাই উপস্থিত হতে না পারলে ও লিখিতভাবে সম্মতি জানিয়েছেন তারা হলেন, ফজলুল করিম, জহিরুল ইসলাম, আবুতাহের মিঞা, হাবিবুর রহমান, জয়নাল আবেদীন, মোজাম্মেল হক, আয়ুব নূরী বাবুল, জহির উদ্দিন, নজরুল ইসলাম, আলহাজ্ব আবদুল মোতালেব, শব্বির আহমদ ওসমানি, ইউনুছ মিয়া, নাজিম উদ্দিন, ছৈয়দ বশর, আলহাজ্ব মৌঃ আসহাব উদ্দিন, আলহাজ্ব নেজাম উদ্দিন মাসুদ, এস এম জসিম উদ্দিন, ফরিদউদ্দিন, আবুল কাসেম ছোটন, মনজুরুল ইসলাম, ছালেক, খাস্তগির আলম, মনছুর, মহিউদ্দিন, কফিল উদ্দিন প্রমুখ।