বেতন তুলতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে KPEZ এর শ্রমিকদের

রিফাত মিয়া,আনোয়ারা প্রতিদিন;

করোনার এই কঠিন সময়ে শ্রমিকেরা জীবনের সর্বোচ্ছ ঝুঁকি নিয়ে মালিকদের কথা মতো অক্লান্ত পরিশ্রম করেও মাস শেষে ঠিক মতো বেতন পায় না।
করোনা চলাকালীন সময়ে বিভিন্ন অজুহাতে আনোয়ারা থানার প্রায় এটি এম বুথ বন্ধ রাখা হয়।এতে বিপাকে পড়তে হয় হতদারিদ্র শ্রমিকদের।

আগে শ্রমিকদের বেতন ক্যাশ প্রদান করা হলেও ২বছর ধরে বেতন প্রদান করা হচ্ছে ব্যাংকিং প্রক্রিয়ায়।ডিজিটাল সেবা প্রদানের নামে শ্রমিকদের যেন বিপাকে পেলল।

প্রায় প্রতি মাসেই বেতন তুলতে দেখা যায় লম্বা সারি।তাছাড়া সবসময় বুথে টাকাও থাকে না।আজ দেখা গেল ভিন্ন ঘটনা।আনোয়ারা,চৌমুহনী এবং সেন্টার এলাকায় পর্যবেক্ষন করে দেখা গেল প্রায় সবকটি বুথ বন্ধ।কোন কোন বুথ খুলা থাকলেও সিকিউরিটি গার্ড জানান বুথে কোন টাকা নায়।গ্রাহকদের কেউ কেউ এক বুথ থেকে অন্য বুথে ঘুরছে।তবে ঘুরেও লাভ হয় নি কারো।একজন শ্রমিক বললেন আমরা ক্যাশ নিতে চাই ব্যাংকিং সেবা নিতে গিয়ে আমরা প্রতিনিয়ত হয়রানি হচ্ছি।

বুথের এই বেহাল দশা সম্পর্কে জানতে ব্যাংকগুলোর অফিসে গেলে দেখা যায় অনেক ব্যাংকের কার্যক্রম ভিতরেও চললেও বাইরে থেকে গেট বন্ধ।
একজন ব্যাংক কর্মকর্তা জানান সাময়িক সমস্যার কারণে বুথে টাকা নাই।কিন্তু শ্রমিকদের দাবি তারা অনেকে গতকালও এসে খালি হাতে ফেরত গেছে।তারা চাই আনোয়ার ব্যাংকিং খাত যেন আরো উন্নত হয়