কর্ণফুলীতে প্যান্টে ও জুতায় পাচারকালে ১৩শ ১০ পিচ ইয়াবাসহ আটক ২নিজস্ব প্রতিনিধি :
গতকাল ৭ডিসেম্বর রোজ শনিবার কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং এলাকায় বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে একটি অভিযান চালিয়ে ১৩শ১০ পিছ ইয়াবাসহ ২জনকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানার পুলিশ।
আটককৃত দুজন হল, সাতকানিয়ার খোরশেদ আলম(৪০) ও ঢাকার মুগদা এলাকার শওকত আরা রানী(৩৯)।
কর্ণফুলী থানার এসআই মনির বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, শিকলবাহা ক্রসিংয়ে দুজন মাদক কারবারি অবস্থান করতেছে।তথ্য পেয়ে আমার নেতৃত্বে কর্ণফুলি থানার বিশেষ অভিযান টিম চ্যালেন্জ করে। চ্যালেঞ্জের এক পর্যায়ে পুরুষ আসামি জিন্সের প্যান্টের ভিতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৫১০ পিস ইয়াবা এবং মহিলা আসামি তার দু’পায়ের বাদামি রং এর হাই হিলের ভেতরে সুকৌশলে মোড়ানো ৮০০ পিস মোট ১৩১০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
কর্ণফুলী জোনের সহকারী অফিসার(এসি) ইয়াছির আরাফাত বলেন,নিয়মিত মামলা রুজু শেষে অাজ ৮ডিসেম্বর আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।