এস,এম,সালাহ্উদ্দীন, আনোয়ারা প্রতিদিন;
আনোয়ারা উপজেলা নতুন করে আবারো ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের মধ্য একজন উপজেলা সরকারী হিসাব রক্ষক কর্মকর্তা অপরজন বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা বলে নিশ্চিত করেছে উপজেলা প্রসাশন। আনোয়ারা থানা সূত্রে জানাযায়,হাজীগাঁও গ্রামের রুপন কান্তি দত্ত(৩৩) উপজেলা সরকারী কর্মকর্তা তাকে নিজ বাড়ীতে আইসোলেশনে থাকার জন্য বলা হয়েছে।
অপরজন তৌকিকুল ইসলাম তৌফিক(৫০) বরুমছড়া ইউনিয়নের বাসিন্দা। তবে তার দেওয়া মোবাইল নাম্বারে একাধিক বার চেষ্টা করার পরও সংযোগ পাওয়া সম্ভব না হওয়ায় তাকে খুঁজে বের করতে পুলিশ প্রসাশন চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান। আনোয়ারার সচেতন মহলের দাবী দিন দিন করোনা যতই প্রভাব বিস্তার করতেছে মানুষেরা অসেচতন হয়ে বেপরোয়া ঘুরে ফেরা করতেছে।
এই মূর্হুতে উপজেলা প্রসাশনের উচিত সেনাবাহিনীর সহযোগিতায় কঠোর হয়ে পদক্ষেপ গ্রহণকরা। অন্যথায় আনোয়ারার অবস্থা দিন দিন বেগতিক হওয়ার সম্ভাবনা।