আনোয়ারায় ইউপি চেয়ারম্যানদের পিপিই দিলেন তৌহিদুল হক চৌধুরী

আনোয়ারা প্রতিদিন;

আনোয়ারার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাঝে মহামারী করোনা ভাইরাস (COVID-১৯) মোকাবেলার লক্ষ্যে স্বাস্থ্য সুরক্ষা মূলক পিপিই বিতরণ করেন আনোয়ারা উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। রবিবার(৩মে) দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসব পিপিই বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইয়াছিন হিরু, আনোয়ারা সদর ইউনিয়নের চেয়ারম্যান অসিম কুমার দেব, বরুমচড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রমুখ।

বিতরণ শেষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, করোনা ভাইরাস পরিস্থিতিতে আনোয়ারার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা ঝুঁকি নিয়েই মানুষের পাশে দাড়িয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছে। তাঁদের কাজের সুবিধার জন্য প্রত্যেককে পিপিই দেয়া হল। এর মাধ্যমে কাজের গতি বাড়বে এবং মানুষও সেবা পেতে সহজ হবে।