শিলাইগড়ায় অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত দের মাঝে উপহার সামগ্রী বিতরন করল “জোনাকী ফাউন্ডেশন”

প্রেস বিজ্ঞপ্তি ;

আজ ১৭ এপ্রিল,  শুক্রবার সন্ধ্যায় আনোয়ারা থানার ৬নং বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্ত দের মাঝে আনোয়ারা ট্রেডিং কর্পোরেশনের সত্ত্বাধিকারী শেখ মুহাম্মদ সরওয়ার হোসেন এর সহযোগিতায় জোনাকী ফাউন্ডেশনের সৌজন্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উল্লেখ্য যে গত ১৪ই এপ্রিল ভয়াবহ আগুনের তান্ডবে পুড়ে যায় ৪ ঘরের মোট ৮টি পরিবারের স্বপ্নের নীড়।ঘটনার পর থেকে হতাহতদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় সামাজিক সংগঠনগুলো।পাশে দাঁড়িয়েছে জোনাকী ফাউন্ডেশন।

উপহার সামগ্রী বিতরনকালে উপস্থিত ছিলেন জোনাকী ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাষ্টার মুহাম্মদ এয়াকুব আলী, ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম,শুভাকাঙ্খী মিজানুর রহমান,সদস্য -সাইমুন কাশেম,রিফাত মিয়া, রিজভী,মুনতাছির সহ প্রমুখ।

বিতরন শেষে জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন,জাতির এই ক্রান্তি লগ্নে এই ৮ পরিবারের সাথে যুক্ত হয়েছে আরো একটা বাঁচার যুদ্ধ।তাদের এই কঠিন সময়ে সকল সামাজিক সংগঠনের এগিয়ে আসা উচিত।

সংগঠনটির উপদেষ্টা মাষ্টার এয়াকুব আলী বলেন,বিশ্বের এই করোনা যুদ্ধে শত্রুকে ঘরে বসেই প্রতিহত করা সম্ভব।