আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের রুস্তমহাটে বিক্রি হচ্ছে অসুস্থ ও আধমরা মুরগী। গত দুয়েকদিন ধরে এমন মুরগী বিক্রি করছেন বলে জানায় স্থানীয় লোকজন।
হলদিয়ার পাড়া নিবাসী মোঃ জানে আলম জানান, গতকাল আমি একটি ব্রয়লার মুরগী নিয়েছিলাম। ঘরে গিয়ে সেটাকে কাটার পর লক্ষ্য করি মুরগির এক অংশ পুরো কালো হয়েছে বলে জানান তিনি। মুহাম্মদ করিম নামক এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, বেশিরভাগ মুরগী অসুস্থ। অনেক মুরগী কোনরকম বেঁচে আছে। তিনি আরো বলেন, মুরগী অসুস্থ হলেও বর্তমানে মুরগির দাম চওড়া।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণা অনুযায়ী যারা বেশি পরিমাণ ব্রয়লার মুরগী খায়, তাদের ক্যান্সার হওয়ার আশংকা আছে। তার কারণ, ব্রয়লার মুরগীর শরীরে যে ইনজেকশন দেওয়া হয়, তা মানব শরীরের জন্য খুবই ক্ষতিকর।