নিজস্ব প্রতিনিধিঃ
১০-১২-২০১৯
গতকাল ৯ ডিসেম্বর ২০১৯ পশ্চিম ডুমুরিয়া (সিংহরা) হাজ্বী হামিদুল জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে গাউসিয়া কমিটি বাংলাদেশ পশ্চিম ডুমুরিয়া (সিংহরা) ৮নং ওয়ার্ড শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) ও ফাতেহায়ে ইয়াজদাহুম (রাঃ) উপলক্ষে আজিমুশশান নুরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা নুরুল হাকিম তৈয়বী এবং প্রধান ওয়েজিন হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা এনাম রেজা কাদেরী।
উক্ত অনুষ্ঠানে বিশেষ ওয়েজিন হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবু নূর মুহাম্মদ হাসসান বিন নূরী এবং মাওলানা শায়ের মুহাম্মদ ফরহাদ রেজা কাদেরী।এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মুহাম্মদ ওসমান গণি।
পরিশেষে দেশবাসীর দোয়া কামনা করে আখেরি মোনাজাতের মাধ্যমে মিলাদ মাহফিলের পরিসমাপ্তি ঘটে।