নিজস্ব প্রতিনিধি
০৯-১২-২০১৯
আজ ০৯-১২-২০১৯ রোজ সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন এর স্বাক্ষরিত এক বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার আওতাধীন সকল উপজেলা, পৌরসভা ও সাংগঠনিক কলেজ সমূহের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এই ব্যাপারে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মোঃ শহীদুল আলম শহীদ বলেন কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এসকল কমিটি বিলুপ্ত করা হয় এবং পরবর্তীতে ত্যাগী রাজপথের পরীক্ষিত সৈনিকদের দিয়ে সকল স্তরের নতুন সাংগঠনিক কমিটি ঘোষণা করা হবে।