কর্ণফুলী উপজেলা এনডিএম এর ৫১ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠননিজস্ব প্রতিনিধি :

 

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্তর্গত কর্ণফুলী উপজেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি আজ ৭ ডিসেম্বর ২০১৯ রোজ শনিবার গঠন করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির অনুমোদন দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মোঃ এমরান চৌধুরী ও সদস্য সচিব মোঃ ইকবাল।

৫১ সদস্যবিশিষ্ট এ কমিটিতে মোহাম্মদ মুছাকে আহ্বায়ক ও মো. আলাউদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে। সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর এনডিএম নেতা আবুল বসর চৌধুরী, মোঃ হারুন,আনোয়ারা উপজেলা এনডিএম আহবায়ক মোঃ আরিফ মঈন উদ্দিন, যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, এবং সদস্য সচিব মোঃ জালাল উদ্দীন।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম)’র রাজনৈতিক দলের গঠনতন্ত্রে রয়েছে ‘বাংলাদেশি জাতীয়তাবাদ, ধর্মীয় মূল্যবোধ, স্বাধীনতার চেতনা ও জবাবদিহিতামূলক গণতন্ত্র’ চারটি মূলনীতি।

প্রসঙ্গত, গত ২০১৫ সালের দিকে পথচলা শুরু করে এনডিএম। ববি হাজ্জাজ’র হাত ধরে দলটি সারাদেশেই ছোট পরিসরে কাজ শুরু করে।

জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম হচ্ছে বাংলাদেশের একটি নবগঠিত রাজনৈতিক দল। ববি হাজ্জাজের নেতৃত্বে ২০১৭ সালের ২৪ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। নিবন্ধন নং ৪৩ এবং প্রতীক সিংহ।