মনির আহম্মদ আনোয়ারী (চট্টগ্রাম) :
আগামীকাল ২৮ ডিসেম্বর ‘১৯ শনিবার, চট্টগ্রামের ঐতিহাসিক ‘দরবারে হাশেমীয়া আলীয়া শরীফের ‘৯১ তম খোশরোজ শরীফ’ বিকাল ৩ টায় হাশেমী নগর জালালাবাদ, বায়োজিদ এ দরবার শরীফ এ অনু্ষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করিবেন -দরবারে হাশেমীয়া আলীয়া শরীফ ও উপমহাদেশের সর্বজন শ্রদ্ধেয় ইসলামী ব্যাক্তিত্ব, ইমামে আহলে সুন্নাত, পীরে- কামেল ওস্তাযুল মুহাদ্দিসীন, সুলতানুল মাশাইখ,আল্লামা কাযী মুহাম্মদ নুরুল ইসলাম হাশেমী -ছাহেব কেবলা (মু:জি:আ:)।
উপস্থিতি ও বক্তব্য রাখবেন -দেশ বরেণ্য ওলামায়ে কেরাম, পীর-মাশাইখ,ইসলামী চিন্তাবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ,রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সরকারি-বেসরকারি উচ্চপদস্থ লোকসমাগম থাকবেন।
এতে আপনারা দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুণ।
ব্যবস্থাপনায় – আন্জুমানে মুহিব্বানে রাসুল (দ:) গাউসীয়া জিলানী কমিটি -বাংলাদেশ।
প্রচারে- গাউছিয়া হাশেমী কমিটি-বাংলাদেশ।