আগামী ২৭/১২/২০১৯ ইং রোজ শুক্রবার “আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি” ২০১৯ ইং
আনোয়ারা উপজেলায় সকাল ৯ টা থেকে আনোয়ারা জোন পরিচালিত ৩ টি (তিনটি) কেন্দ্রে একই সময়ে অনুষ্টিত হবে।
কেন্দ্র গুলো হচেছ :-
#বটতলী এস.এম.আউলিয়া (রহঃ) উচ্চ বিদ্যালয়,বটতলী।
#চাতুরী বহুমখী উচ্চ বিদ্যালয়,চাতুরী।
#রায়পুর গাউছিয়া হাশেমীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা.রায়পুর।
বি.দ্রঃ-পরীক্ষার্থী সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,যারা এখনো পযর্ন্ত প্রবেশ প্রত্র(এডমিন কার্ড) সংগ্রহ করেন নাই। অংশগ্রহণ কারী সকল ছাএ-ছাএী ‘কে জানো যাচেছ যে, স্কুল/মাদ্রাসার প্রতিনিধির(স্যার/হুজুর) সাথে যোগাযোগ করে প্রবেশ পত্র সংগ্রহ করে নেওয়া জন্য অনুরোধ রইলো।
পরিচালক -“আল্লামা হাশেমী শিক্ষা বৃত্তি” ২০১৯ ইং মাওলানা মনির আহম্মদ আনোয়ারী,
অংশগ্রহণকারী ছাএ-ছাএী’দের প্রতি শুভেচ্ছা ও অঅভিনন্দন জানান।