২৫ বছরে শৃঙ্খলা ও শক্তির পথচলা, আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির রজতজয়ন্তী
মোঃ সাইফুল ইসলাম (বার্তা সম্পাদক)
আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির রজতজয়ন্তী বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) আনোয়ারা উপজেলা পার্কে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার উদ্দিন সিআইপি। প্রধান বক্তা ছিলেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাংবাদিক সরোজ আহমেদ।
জয়তজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা, প্রীতিভোজ এবং শিক্ষার্থীদের সুশৃঙ্খল ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে।
শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সভাপতিত্বে এবং সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক মোজাম্মেল হক, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক ইমরান এমি ও আমিন ফারুক, সাংবাদিক শফিউল আজিম, ইমরান বিন ইসলাম, মো. রফিক, সেলিমুল হক, অ্যাডভোকেট পি কে বিশ্বাস, মো. ওসমান গনি, মাহমুদুল হক ও মীর জুবেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মিজানুর রহমান। গীতা পাঠ করেন সত্যম দাশ এবং ত্রিপিটক পাঠ করেন শ্রাবন্তী বড়ুয়া। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন রাজিয়া বিনতে ফোরকান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনসারুল আলম, মীর মোশারফ রাশেদ আহমেদ, এরশাদ আলম, নজরুল ইসলাম, সুমন শর্মা, শামীম আহমেদ, সিরাজুল ইসলাম, নুরুল আজিম, ইকবাল উদ্দিন, শাহ মোহাম্মদ মঈন উদ্দিন, মামুন, মিসকাত আহমেদ, মিজানুর রহমান ও রবিউল তালুকদার।
আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে আনোয়ারায় মার্শাল আর্টস চর্চা ও তরুণদের শারীরিক-মানসিক বিকাশে শাওলিন কুংফু এন্ড উশু একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।






