১৬, ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর দরবারে হাশেমীয়া আলীয়া শরীফে ইমামে আহলে সুন্নাত, আল্লামা হাশেমী হুযূর কেবলার সহধর্মিণী, উম্মুল মুহিব্বিন, হযরত হুরে জান্নাত রাহমাতুল্লাহি তা’আলা আলাইহা-এর পবিত্র বার্ষিক ফাতিহা শরীফ উপলক্ষে ৪ দিন ব্যাপী ফ্রি চিকিৎসা, শীত বস্ত্র বিতরণ, মহিলা মাহফিল এবং বার্ষিক ফাতিহা শরীফ অনুষ্ঠিত হবে।
আগামী ২৮ ডিসেম্বর, ২০১৯ ইমামে আহলে সুন্নাত, সুলতানুল মাশায়েখ, আল্লামা হাশেমী হুযূর কেবলার ৯১-তম খোশরোজ শরীফ অনুষ্ঠিত হবে।
ইমামে_আহলে_সুন্নাত, আল্লামা_হাশেমী হুযূর কেবলার পক্ষ হতে এই বরকতময় অনুষ্ঠানসমূহে উপস্থিত হওয়ার জন্য আপনাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তাওফিক দান করুক। আমিন।
যারা বিদেশে বা দূরবর্তী স্থানে রয়েছেন, যাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এই মাহফিলে অংশগ্রণ করা সম্ভব নয়, আপনারা এই বরকতময় মাহফিলের লাইভে অংশগ্রহণ করার জন্য এই পেইজের শুরুতে গিয়ে লাইক বাটন চেপে লাইক দিয়ে রাখুন। লাইক দেওয়ার পর একটু খেয়াল করলে, এই পেইজের শুরুতে মাঝখানে নীল রঙের একটি following বাটন দেখতে পাবেন। following লেখা টাচ করলে মোবাইলের মতো নিচে তিনটি অপশন পাবেন। ডানের see first অপশনটি সিলেক্ট করে দিন। ব্যাস কাজ শেষ! এখন এই পেইজে কিছু পোস্ট করা হলে অল্প সময়ের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে। তাছাড়া ফেসবুকে allama hashemi লিখে সার্চ দিলেও সহজেই হুযূর কেবলার এই পেইজটি পেয়ে যাবেন।