হযরত ছিদ্দিক-এ আকবর (রদ্বি.) আল কোরআন একাডেমীর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী ও ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত  

আনোয়ারা প্রতিদিনঃ
===============
“মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে- প্রধান অতিথি”

হযরত ছিদ্দিক-এ আকবর (রদ্বি.) আল কুরআন একাডেমির সালানা জলসা, কুরআনে হাফেজদের দস্তারবন্দী ও কেরাত সম্মেলন ১৮ জানুয়ারি বাদে যোহর হতে কর্ণফুলী সৈন্যারটেক মাদ্রাসা ময়দানে বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মুনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে মেহমানে আ’লা ছিলেন আঞ্জুমানে রজভীয়া নূরীয়া বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান পীরে তরিক্বত হযরতুলহাজ্ব আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরী (মু.জি.আ)।

প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম মোহাম্মদীয়া ট্রেডার্স এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সোলাইমান তালুকদার। এতে উদ্বোধনী বক্তব্য রাখেন রহমতে আলম হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ মুছা।

একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ্ব মাওলানা মুহাম্মদ এনামুল হক এনাম কাদেরীর সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন, মাওলানা জাহাঙ্গীর আলম কাদেরী, মুফতি নাজিম উদ্দিন নূরী, আহমদ হোসাইন নেজামী, মাওলানা মুহাম্মদ কুতুব উদ্দিন, মাওলানা মুহাম্মদ সরওয়ার আলম, বিশেষ অতিথি ছিলেন আলহাজ্ব কাজী মুহাম্মদ ফোরকান রেজা, মুহাম্মদ শহিদুল ইসলাম জসিম, মুহাম্মদ নুরুন্নবী, মুহাম্মদ জানে আলম, মুহাম্মদ আবুল বশর, মুহাম্মদ ওয়াসিম উদ্দিন, মুহাম্মদ আব্দুস সবুর কোম্পানী, সাংবাদিক মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ ওসমান গনি, মুহাম্মদ জাহেদুল ইসলাম কাদেরী প্রমুখ।

সালানা জলসায় বক্তারা বলেন, “মাদ্রাসা হলো কুরআন শিক্ষার বাতিঘর। কুরআন-হাদিস শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের আইটি শিক্ষায় সুশিক্ষিত হতে হবে। অন্যথায় পিছিয়ে পড়বে মাদ্রাসা শিক্ষা। অন্যদিকে তরুণ প্রজন্ম আজ মাদকাসক্তি ও নেশাগ্রস্থে ডুবে আছে। মাদক প্রতিরোধে সকলকে সামাজিক গণজাগরণ ও সচেতনতা সৃষ্টি করতে হবে।”