স্ত্রীকে সাথে নিয়ে যোগেশ চন্দ্র রায় জমিদার বাড়ি পরিদর্শন করেন; ফ্রান্স রাষ্ট্রদূত

আনোয়ারা প্রতিদিন;

আনোয়ারা উপজেলার পরৈকোড়ার জমিদার যোগেশ চন্দ্র রায়ের বাড়ি পরিদর্শন করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন স্খু।

গতকাল রবিবার (১০ অক্টোবর) তিনি ও তাঁর স্ত্রী ওই বাড়ি ঘুরে পরিদর্শন করেন।

জানা যায়,গত রবিবার বিকালে উপজেলার পরৈকোড়া যোগেশ চন্দ্র রায় মেমোরিয়াল ট্রাস্ট টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ পরিদর্শন করেন ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন স্খু ও তাঁর স্ত্রী মেরি কেরোলিন স্পু।

তাঁদের সঙ্গে ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও আনোয়ারা সার্কেলের এ এস পি হুমায়ুন কবির।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, গত রবিবার বিকালে  ফ্রান্সের রাষ্ট্রদূত জিন মেরিন স্খু ও তাঁহার স্ত্রী মেরি কেরোলিন স্পু  আনোয়ারায় আসেন এবং জমিদার বাড়ি ও কলেজ পরিদর্শন করেন।