এয়াকুব আলী=====
সুপ্ত প্রতিভা বিকাশে নির্মল সেতু জোনাকী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জোনাকী মেধাবৃত্তি ২০১৯ আনোয়ারা- কর্ণফুলী উপজেলায় অনুষ্ঠিত হয়।
গতকাল ২২ ডিসেম্বর রবিবার অভিন্ন প্রশ্নপত্রে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, আল্লামা ইকবাল একাডেমী ও সান মডেল স্কুল এ তিনটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। বৃত্তি পরীক্ষায় শতাধিক বিদ্যালয়ের প্লে- হতে অষ্টম শ্রেণীর প্রায় ১৬ শতাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম, নাসির উদ্দিন, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা মাস্টার এয়াকুব আলী, বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন মাহমুদ, আনোয়ারা প্রতিদিনের সম্পাদক এম ডি এইচ রাজু, আনোয়ারা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, কবীর আজাদ, আবুল মনছুর, দিদারুল ইসলাম মিঠু, মহিউদ্দিন, সোহেল সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষাকগণ।
কেন্দ্র প্রধান ছিলেন ডা. মহিদুল ইসলাম চৌধুরী, কামরুল হাসান, মহিউদ্দিন। উপ পরিচালক ছিলেন ইকবাল করিম।
কেন্দ্র সচিব -রায়হান উদ্দীন, রিফাত মিয়া,শাহেদুল আলম।
উপ-পরিচালক জামশেদুল আলম,আরিফুল ইসলাম নয়ন,ওবাইদুল্লাহ খাঁন নয়ন,ইকবাল করিম।
জোনাকী বৃত্তি পরীক্ষা পরিচালনা কর্মকর্তা ছিলেন ইশতিয়াক রাসেল, সায়মুল কাশেম, মনিরুল হক আজাদ, কলিম উদ্দিন, হাসিবুল হাসান আতিক, মুনতাসির, এস.এম আজম শুভ, আমজাদ হোসেন, আসাদুজ্জামান, ইশরাত জাহান, রহিমা বিনতে রব্বানী, নাসরিন সুলতানা শিমু, সানজিদা হোসেন, সায়মা সুলতানা, আছমা, ইমতিয়াজ হোসেন, আসিফুজামান, ফারহানা, কামরুল হাসান, সাজ্জাদ হোসেন, তাহমিনা জেরিন রুম্পা প্রমুখ।
আগামী ১ মার্চ ২০২০ জোনাকী ফাউন্ডেশনের ওয়েব সাইটে অনুষ্ঠিত জোনাকী বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে বলে জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম জানান।