আনোয়ারা প্রতিদিনঃ
চট্টগ্রাম আনোয়ারা উপজেলার বন্দর গ্রামের এলাকায় সি ইউ এফ এল এর বিষাক্ত পানি খেয়ে গরুর মৃত্যু, গরীব কৃষকের আহাজারি ড্যাপ গেইটে।
গতকাল (১৪ এপ্রিল) বৃহস্পতিবার দুপুর ০২ ঘটিকায় সি ইউ এফ এল থেকে বিষাক্ত পানি ড্যাপ ড্রেন দিয়ে ছাড়লে বিষাক্ত পানি খেয়ে স্পটে ২ টি গরু গর্ভাবস্হায় ও দুটি বড় গরু স্পটে মারা যায়।কৃষকের ভাষ্যমতে আরো ১৩ টি গরু বিকাল বেলা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানান, অচিরেই বারে বারে এই দূর্ঘটনা রোধে কৃষক,খামারিদের নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।সমস্ত উন্নয়ন জনগনের জন্য,জনগনকে গিনিপিগ করে কৃষক,খামারিকে ধ্বংস করে কোন কারখানার প্রয়োজন নেই।
স্থানীয় চেয়ারম্যান কাইয়ুম শাহ বলেন,সি ইউ এফ এল ও ড্যাপ কতৃপক্ষ পানি শোধনাগার প্ল্যান্ট বসাবেন, না হয় আন্দোলন গড়ে তোলা হবে।