সামান্য বৃষ্টি হলে জলাশয়ে পরিণত হয় ঝি.বা.শি. উচ্চ বিদ্যালয় সংলগ্ন  সড়ক 

রিফাত মিয়া,আনোয়ারা প্রতিদিন;

এক সময়ের ব্যস্ত মহাসড়কটি বাঁশখালি পিএবি রোড হওয়ার পর থেকে চলাচলের অযোগ্য হয়ে আছে।সামান্য বৃষ্টি হলেই যেন পরিণত হয় জলাশয়ে।

সাম্প্রতিক আনোয়ারা থানার মোড়ে রাস্তার নির্মাণের কাজে রাস্তাটি বন্ধ থাকায় মালঘর,বরকল,হাইলধর এর মানুষের চলাচলের বিকল্প রাস্তা হয়ে উঠে এই রাস্তাটি।অতিরিক্ত গাড়ি চলাচলের কারণে রাস্তাটি পরিণত হয় মরণ ফাঁদে।প্রতিদিনই আটকে পড়ছে মালবাহী/যাত্রিবাহী গাড়ি।

বিদ্যালয়ের সামনের অংশটি ৩রাস্তার মোড়।পানি চলাচলের সুব্যবস্থা না থাকায় চারদিকের পানি জমা হয় এই মোড়ে।ফলে রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়।ইতিমধ্যে ৬নং বারখাইন ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক এম.জাহাঙ্গীর আমল একবার কঙ্কর বালি দিয়ে রিফাইরিং করলেও তার ঠেকসই বেশিদিন হয়নি।আসে নি কোন স্থায়ী সমাধান।

জনবহুল জনপদের এই রাস্তা আনোয়ারা স্বাস্থ কমপ্লেক্সে যাওয়ার সহজ মাধ্যম।ইদানিং রাস্তার বেহাল দশার কারণে রোগী যাতায়াতেও ভোগান্তিতে পরতে হচ্ছে।তাছাড়া স্কুল ছাত্র ছাত্রী,শিক্ষকদের পায়ে হেঁটে এই রাস্তা পারাপারে দুর্ভোগ সৃষ্টি হয়।

স্থানীয় জনসাধারণ মাননীয় মন্ত্রী মহোদয়ের সু নজর কামনা করেছেন।তাদের দাবি এই রাস্তার যেন স্থায়ী সমাধান হয়