সাইফুল ইসলামের সহায়তায় জোনাকী ফাউন্ডেশনের ২য় দফায় উপহার সামগ্রী বিতরন

মুুহাম্মদ রিফাত মিয়া;

আজ ১৮ই এপ্রিল জোনাকী ফাউন্ডেশনের উপদেষ্টা প্রবাসী মুহাম্মদ সাইফুল ইসলামের আর্থিক অনুদানে জোনাকী ফাউন্ডেশনের সৌজন্যে আনোয়ারা থানার ঝিওরী গ্রামে অর্ধ শত খেটে খাওয়া এবং মধ্যবিত্ত পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন করা হয়।

দেশের এই করুন সময়ে প্রবাসী সাইফুল ইসলাম সংগঠনটির হাতে ত্রান সামগ্রী গুলো তুলে দেন।বিতরনকালে জোনাকী ফাউন্ডেশনে ঝিওরী গ্রামস্থ সদস্য আবু তাহের,জাহাঙ্গির আলম এবং শুভাকাঙ্খি এরশাদ উপস্থিত ছিলেন।

সংগঠনটির উপদেষ্টা সাইফুল ইসলাম ভিডিও বার্তায় বিতরন কর্মসুচী তদারকি করার সময় বলেন,””দেশ এখন করুন সময় মোকাবিলা করছে।এসময় আপনার উচিত এগিয়ে আসা।এটাই সুযোগ মানবতা দেখানোর”” জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা রাশেদুল ইসলাম মুঠোফোনে জানান,””আপনার দুটি রুটি থাকলে একটি রুটি পাশের জনকে দিয়ে দিন।তিনি আরো জানান জোনাকী ফাউন্ডেশনের এই সহযোগিতা চলমান থাকবে ইনশাল্লাহ