আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারায় ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী প্রশংসনীয় উদ্দোগ গ্রহণ করেছেন। এই লক্ষ্যে আজ দুপুরে উপজেলা জেলা চেয়ারম্যানের কার্যালয়ে এক বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী বার বার তাঁর বক্তব্য সাংবাদিকদের ঐক্যতা কামনা করে ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনের জোর আহবান জানান।তিনি এইসময় সাংবাদিকদের মর্যদা রক্ষা ও শৃংখলার কথা উল্লেখ করেন।
এই সময় নবীন- প্রবীণ ২২ জন সাংবাদিক উপস্হিত ছিলেন। এই মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সাংবাদিক এম. আলী হোসেন, এম ডি এইচ রাজু , আনোয়ারুল হক, নুরুল ইসলাম, মোহাম্মদ মোরশেদ, মোজ্জাম্মেল হক, জাহেদুল হক, নুরুল আবচার তালুকদার, মোহাম্মদ সবুর, মোহাম্মদ জাহাঙ্গীর, সুমন শাহ প্রমুখ।সভায় সর্ব সম্মতিক্রমে ঐক্যবদ্ধ প্রেস ক্লাব গঠনে ঐক্যমত পোষন করে একটি রেজুলেশান তৈরী করা হয়। ওই রেজুলেশানে ২২ জন সাংবাদিক দস্তখত করেন। প্রসংগত ইতিপূর্বে আনোয়ারায় ৩টি প্রেসক্লাব আলাদা আলাদাভাবে কার্যক্রম চালিয়ে আসছিল। সভায় ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।কমিটির পরবর্তী সভা আগামী রবিবার অনুষ্ঠিত হবার কথা রয়েছে।সভা শেষে সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী একসাথে দুপুরে খাবারে অংশ নেন।