চট্টগ্রাম:
পাহাড়, সমতল ও সমুদ্রের সংমিশ্রণে চট্টগ্রাম বিভাগ গঠিত। সে কারণে এখানে আইন শৃঙ্খলা রক্ষা করা অন্যান্য বিভাগ থেকে একটু কঠিন। বিশেষ করে ফটিকছড়ি, রাউজান, পটিয়া এবং সাতকানিয়া পাহাড় ও সমতলের সংমিশ্রণ থাকায় সন্ত্রাসীরা অপকর্ম করে পাহাড়ের দিকে চলে যায়।
সেজন্য তাদেরকে আইনের আওতায় আনা সময়সাপেক্ষ। সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত আছে। আশা করছি সকলের সহযোগিতায় অতিদ্রুত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হবো।
আজ সার্কিট হাউজের সম্মেলন কক্ষে চট্টগ্রাম বিভাগের সকল জেলাপ্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এসব কথা বলেন।
গণমাধ্যমের অকৃত্রিম সহযোগিতার কথা উল্লেখ করে উপদেষ্টা বলেন, কোন ঘটনা ঘটলে তা অবশ্যই প্রকাশ করবেন। কিছু কিছু সাংবাদিক আছে যারা, কোন ঘটনা ঘটলে যাচাই বাছাই না করেই সংবাদ প্রচার করে। এর সুযোগ নিয়ে পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা আমাদের দেশে বিরুদ্ধে অপপ্রচার চালায়।
এসময় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশে আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে অনুরোধ জানান।
বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীন এর সভাপতিত্বে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।