আনোয়ারা প্রতিদিন;
এশিয়া মহাদেশের অন্যতম শীর্ষ আলেম দ্বীন,শেরে মিল্লাত, শাইখুল হাদিস, আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী(৭০) ইন্তেকাল করেছেন “ইন্না– রাজেউনঃ”।
গত ৬ জুলাই, বিকাল ৫.১০ মিনিটে চট্টগ্রাম ষোলশহরস্থ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাহার জম্ম চট্টগ্রাম আনোয়ারা উপজেলার চাপাতলি গ্রাম এ, তিনি “জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা”র শায়খুল হাদিস হিসেবে দীর্ঘদিন দায়িত্ব দায়িত্ব রতছিলেন ।
সুন্নিজনতার নয়ন,আহলে সুন্নাত ওয়াল জাম’য়েত বাংলাদে, এর চেয়ারম্যান ছিলে, সুন্নীয়তের উজ্জল নক্ষত্র শেরে মিল্লা, মুফতি ওবাইদুল হক নঈমীর ইন্তেকালে দেশজুড়ে শোকের ছায়াতে পরিনত হয় ।
এই বরেণ্য আলেমে দিনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন, বাংলাদেশ আওয়ামীলীগ আনোয়ারা উপজেলা শাখার সিনিয়র সদস্য, মানবতার ফেরিওয়ালা এম এ রশিদ।
তিনি জানান ,মুফতি ওবায়দুল হক নঈমী’র মৃত্যুতে দেশ ও জাতীর অপুরণীয় ক্ষতি হল।এক্ষতি জাতির কখনো পুরণ হবার নয়।
তিনি আরো জানান ,অসাম্প্রদায়িক চিন্তা-চেতনার নিরবচ্ছিন্ন চর্চায় “মুফতি ওবায়দুল হক নঈমী” নিজেকে উচ্চতার সৌধ চূড়ায় প্রতিষ্ঠিত করেছেন । মেধা, নিষ্টা ও দক্ষতার কারনে ‘মুফতি ওবায়দুল হক নঈমী’কে অনেকেই আলেম, ওলামা-মশায়েকদের শিক্ষক হিসেবে অভিহিত করেন । তাই তার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেনা সু্ন্নীয়ত ও অনুরাগীরা । আল্লামা নঈমীর মৃত্যুতে দেশজুড়ে চলে এসেছে শোকের ছায়া। শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী’র আল্লাহ যেন আলা মোকাম দান করুক, আমিন।
নিবেদক,
এম এ রশিদ-
সিনিয়র সদস্য,
বাংলাদেশ আওয়ামীলীগ, আনোয়ারা উপজেলা শাখা, চট্টগ্রাম ।