আনোয়ারা প্রতিদিনঃ
হালিশহর দরবার শরীফের প্রাণপুরুষ, সুলতানুল আউলিয়া, কুতুবুল আকতাব, কুতুবুল এরশাদ, রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত, পীরে মোকাম্মেল হযরত হাফেজ সৈয়দ মুহাম্মদ মুনির উদ্দীন নূরুল্লাহ (রহ.)’র অন্যতম খেলাফত প্রাপ্ত, রাহনুমায়ে শরিয়ত ও তরিক্বত, ওয়াক্বেপে আসরারে হাক্বিকত ও মারেফত, আলম বরদারে আহলে সুন্নত, উস্তাযুল ওলামা, চুন্নাপাড়া মুনিরুল ইসলাম সিনিয়র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, শাহসুফি আল্লামা আহমদ হাসান (রহঃ) প্রকাশ বড় হুজুর কেবলা (রহঃ)’র ১১তম বার্ষিক ফাতেহা শরীফ/ওরশ শরীফ অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
প্রতিবছরের ন্যায় গত ২৫ (ফেব্রুয়ারী) হুজুরের ওরশ উপলক্ষে আনোয়ারা রায়পুর ইউনিয়নস্থ উত্তর পরুয়া পাড়ায় হুযুরের মাজার প্রাঙ্গণে আয়োজন করা হয় নূরানী মিলাদ মাহফিল। বড় হুজুরের বড় ছাহেবজাদা মাওলানা ছালেহ আহমদ সাহেব এতে সভাপতিত্ব করেন।
উদ্বোধন করেন, ছোট শাহজাদা হাফেজ নুরুচ্ছাফা সাহেব।
অতিথি ছিলেন, কুতুব শরীফ দরবারের শাহজাদা মাওলানা আবদুল করিম আল-কুতুবী।
তাকরীর করেন, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ এর কো-চেয়ারম্যান ও জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়ার সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, উস্তাযুল ওলামা হযরতুল আল্লামা অছিয়র রহমান আলকাদেরী, আহলে সুন্নাত ওয়াল জমা’আত বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য ও জামিরজুরী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা আহমদ হোসাইন আলকাদেরী, আহলে সুন্নাত ওয়ালা জমা’আত বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও চুন্নাপাড়া মুনিরুল ইসলাম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মহিউদ্দিন হাশেমী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা উপজেলার সাবেক সভাপতি ও গহিরা মোহাম্মদিয়া মাদ্রাসার সুপার আল্লামা কাজী বদরুজ্জামার নঈমী, ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা ইলিয়াছ আজম নূরী, অনলবর্ষী বক্তা ও বাংলাদেশ ইসলামী যুবসেনা নেতা মাওলানা এনাম রেজা কাদেরী প্রমুখ।
যুবনেতা মাওলানা মুনিরুল ইসলামের সঞ্চালনায় আরো শুভেচ্ছা বক্তৃতা করেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় কার্য-নির্বাহি সদস্য ও দক্ষিণ জেলা সহ-সভাপতি জননেতা মাষ্টার মুহাম্মদ আবুল হোসাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট আনোয়ারা থানার সাবেক সহ-সভাপতি মাওলানা মনির আহমদ আনোয়ারী প্রমুখ।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা আনোয়ারা উপজেলা ও রায়পুর ইউনিয়ন শাখাসহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ হুজুরের মাজার শরীফে পুষ্পমাল্য প্রদান করেন।
উল্লেখ্য- মাজার জিয়ারত, বাদে মাগরিব থেকে মাহফিলে তাকরীরের পাশাপাশি মাজারের প্রাঙ্গণে আয়োজন করা হয় ভক্ত ও আশেকদের জন্য তাবারুক বিতরণ করা হয়।
সহযোগিতায়, আনজুমানে মুত্তাবেয়ীনে শাহসূফী আহমদ হাসান (রহ.) কমিটির ব্যবস্থাপনায় সম্পূর্ণ আয়োজনে সার্বিক সহযোগিতা করেন গাউছিয়া হাসানিয়া সুন্নী সমাজ কল্যাণ পরিষদ।