” রোগীর মৃত্যুতে “আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীকে গন ধোলাই
রোগীর মৃত্যুর জের ধরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও হাসপাতালের কর্মচারীকে গন ধোলাই রোগীর স্বজনেরা।
গত ২১ জানুয়ারি দিবাগত রাতে উপজেলার হাইলধরের নিকিল গুপ্ত (৭০) নামে এ বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রিপন দত্ত ও কর্মচারী নজরুল ইসলামকে গণধোলাই করেন তার স্বজনেরা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
কর্তব্যরত মেডিকেল কর্মকতা ডা. রিপন দত্ত জানান, রাত সাড়ে ১২ টার দিকে ৭০ বছরের এক বৃদ্ধকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে তার স্বজনেরা। রোগীকে দেখে বুঝতে পারলাম তিনি হাসপাতালে নিয়েআসার আগে মারা গেছেন। রাত বেশি হওয়ায় ইসিজি করানো সম্ভব নয়। স্বজনদের মৃত্যুর খবর বললে রোগী ছেলে ও স্বজনেরা মিলে আমাদের প্রতি মারমুখি হয়েতে আমি একটি কক্ষে পালিয়ে আশ্রয় নি। ওয়ার্ড বয় নজরুলকে অনেক মারধর করে আহত করে। পরে পুলিশ এসে ঘটনার পরিস্থিতি শান্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, এঘটনায় সকালে সিভিল সার্জন হাসপাতালে এসে দেখে গেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা নিব আমরা।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, রোগীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তার স্বজনেরা ক্ষিপ্ত হয়ে দায়িত্বরর্ত ডাক্তারের উপর হামলা করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে নেয় পুলিশ। এঘটনায় এখনো পর্যন্ত কেউ অভিযোগ দায়ের হয় বলে জানাই।