আনোয়ারা প্রতিদিনঃ
বাংলাদেশ সোনালী ব্যাংক সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার ও আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন পরিষদের সহ-সভাপতি আনোয়ারা সদর বাসিন্দা রন্জন সেনের মৃত্যুতে শোকা প্রকাশ করেছেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক ও আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান অসীম কুমার দেব।
২৬ জানুয়ারি ( মঙ্গলবার ) রাত ৩ঃ৩০মিনিটে ঢাকা ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পরলোকে গমন করেন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে তিনি চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু কালে তার বয়স হয়েছে ৬৭ বছর ।
মৃত্যুকালে তিনি ১পুত্র, ১ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
তার মৃত্যুর খবর শোনে আনোয়ারার সকল শ্রেনীপেশার মানুষের মাঝে যেন শোকের ছায়া নেমে এসেছে। তাকে শেষবারের মত এক নজর দেখার জন্য বাসায় শশ্মানঘাটে বিভিন্ন শ্রেনীপেশা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভীড় জমান।
তিনি আনোয়ারা (সদর) জয়কালী ও জ্বালাকুমারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, আনোয়ারা সদর রামকৃষ্ণ মিশন মন্দির কমিটির সাধারণ সম্পাদক বেশ কিছু দিন দায়িত্ব পালন করেন।
শোক বার্তায় আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান বলেন, শ্রদ্ধেয় “রন্জন সেনের প্রয়াণে আমি গভীর শােক প্রকাশ করছি।তাঁর মৃত্যুতে জ্ঞানী জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি রঞ্জন সেনের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ” তিনি এক দশকেরও বেশি সময় ধরে তৃণমূলের সঙ্গে জড়িত ছিলেন।
বাংলাদেশ সোনালী ব্যাংক সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব কর্মরত ছিলেন তিনি। তাছাড়া ও আনোয়ারা (সদর) জয়কালী ও জ্বালাকুমারী মন্দির পরিচালনা কমিটির সভাপতি, আনোয়ারা সদর রামকৃষ্ণ মিশন মন্দির কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দক্ষ ভাবে কাজ করে গেছেন।
এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে পরিচিতিও ছিল তাঁর।
এদিকে এই মহান ব্যক্তি পরলোকগমনে শোক প্রকাশ করেছেন আনোয়ারার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।