আনোয়ারা উপজেলায় বৈরাগ ইউনিয়নের (মুুহাম্মদ পুর) আকবর আলী মাতাব্বর বাড়ী রাস্তা উপর দিয়ে কর্ণফুলী টার্নেল যাওয়াতে ২০-২২টি পরিবারের চলাচলের রাস্তা বন্ধ হয়ে যায়।
তবে পাড়াটির কিকল্প রাস্তার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করেন পরিবার পক্ষে,এ অবস্থায় চলাফেরা, ঝুকি নিয়ে জীবনযাপন করছেন। এই পরিবারের দিক গুলিতে মসজিদ, মাদরাসা, স্কুল, সিকিৎসা, হাট বাজার চলাফেরা জঠিলতায় সৃষ্টি হচ্ছে।গত ৩ এপ্রিল বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আলহাজ্ব সোলাইমান চৌধুরী পরিদর্শন করেন।
এতে স্থানীয়রা জানান,বিগত ৫-৬ মাস যাবত আমাদের পরিবারের বিভিন্নদিক সমস্যা নিয়ে চলাফেরা করছি,টার্নেল কাজ শুরুকালিন আমাদের কে বলা হয়, টার্নেল এর উওর পার্শ্বে পুর্ব-পশ্চিম রাস্তা করার আসস্থ করিছিলেন, কিন্তু আমাদের রাস্তা বিহীন বাড়ীতে পরিণত হলো,চলাফেরা খুব মুশকিল হয়ে উঠলো,মসজিদ এ আসা যাওয়া ও ছেলে-মেয়েদের মাদরাসা, স্কুল ও শারীরিক অসুস্থতা -হাট বাজার জন্য যোগাযোগব্যবস্থা মুশকিল হয়ে উঠেছেন, এমতাবস্থায় মন্রী মহোদয়,উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমাদের আবেদন করেছি, যাতে এই পরিবার গুলোর চলাফেরা করার জন্য রাস্তাটি করেদেন।
এবিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের আহম্মদ জানান,অফিশিয়াল সমাজের পক্ষে চলাফেরার রাস্তা চেয়ে একটি আবেদন করেন,এই মূহুর্তে না দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে,করে দেওয়া হবে।
আরো জানান,করোনাভাইরাস জনিত পরিস্থিতি নিয়ন্ত্রণে,
“ঘরে থাকুন,নিরাপদ এ থাকবেন”
সবার সুস্থতা কামনা করেন।