বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ এর আয়োজনে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিষয় ভিত্তিক উপস্থিত রচনা প্রতিযোগিতা৷
২৪ ফেব্রুয়ারি ২য় পর্বে অানোয়ারার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের অষ্টম,নবম ও দশম শ্রেণীর মোট ৫০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।
রচনা প্রতিযোগিতার উদ্ধোধন করেন বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আমিরুজ্জামান৷
নির্ধারিত ৪৫ মিনিট পরীক্ষাগ্রহণ শেষে প্রতিযোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়৷
এসময় আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা মোরশেদ হোসেন, বরুমচড়া ভূমি সহকারী কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, প্রকৌশলী ছলিম আল আনোয়ার, নীল জামশেদ, হালিমা আকতার, আইরিন সুলতানা, নাছরিন সুলতানা শিমু উপস্থিত ছিলেন৷
উল্লেখ্য, প্রতিটি বিভাগে বিজয়ীদের আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করা হবে৷