বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী “মুজিব বর্ষ” উদযাপনের অংশ হিসেবে চট্টগ্রামের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ এর আয়োজনে আজ অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর বিষয় ভিত্তিক উপস্থিত রচনা প্রতিযোগিতা৷
আজকের এই প্রতিযোগিতায় অানোয়ারার দঃ বন্দর উচ্চ বিদ্যালয়ের অষ্টম,নবম ও দশম শ্রেণীর মোট ৪০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
প্রতিযোগিতার বিষয় গুলো ছিলো-
বাংলাদেশের স্বাধীনতা অান্দোলনের পটভূমিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান৷ (অষ্টম শ্রেণী)।
১৯৬৯ এর গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব৷ (নবম শ্রেণী)।
স্বাধীনতা পরবর্তি যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শী পরিকল্পনা ও সফলতা৷ (দশম শ্রেণী)।
আজ ১৯ ফেব্রুয়ারি বুধবার সকালে রচনা প্রতিযোগিতার উদ্ধোধন করেন দঃ বন্দর স্কুলের রেক্টর প্রকৃতি রঞ্জন দত্ত ৷ এসময় তিনি বলেন, জাতির শ্রেষ্ট সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর এইরকম একটি রচনা প্রতিযোগিতা আয়োজনের জন্য আমার প্রতিষ্ঠান দঃ বন্দর উচ্চ বিদ্যালয়কে নির্বাচিত করায় আমি আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপকে ধন্যবাদ জানাই৷ সেই সাথে এই প্রোগ্রামের সর্বাত্মক সফলতা কামনা করি৷
নির্ধারিত ৪৫ মিনিট পরীক্ষাগ্রহণ শেষে প্রতিযোগীদের মধ্যে শুভেচ্ছা উপহার হিসেবে ‘কলম’ তুলে দেওয়া হয়৷
এসময় আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের উপদেষ্টা মিজানুর রহমান, এডমিন নীল জামশেদ ও সাইফুল ইসলাম এবং মডারেটর হালিমা আকতার উপস্থিত ছিলেন৷
পুরো আয়োজনটির সার্বিক দায়িত্বে ছিলেন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের এডমিন প্রকৌশলী ছলিম আল আনোয়ার৷
উল্লেখ্য, প্রতিটি বিভাগে বিজয়ীদের (১ম,২য় ও ৩য়) আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে ক্রেস্ট ও পুরুস্কার প্রদান করা হবে৷