।।এম জসিম উদ্দীন।।
বীর মুক্তিযোদ্ধা, প্রয়াত-আবদুল কাদের চৌধুরীর কপিনে আনোয়ারা উপজেলা নির্বাহি অফিসার -জনাব শেখ জুবায়ের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্টীয় সালাম জানিয়েছেন।
রাষ্টীয় মর্যাদা গার্ড অব অনারে বেজে উঠেছে বিউগলে করুণ শূর।
কপিনে শ্রদ্ধা জানিয়েছেন- আনোয়ারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন সংগঠনের নেতারা।