আনোয়ারা প্রতিদিনঃ
মহাখুশির ঈদের আনন্দস্রোতে না থাকা ঠিকানাহীন অসহায় মানুষগুলো ঈদের সেমাই খেয়েছে তো!নাকি আজও তারা পথহারা হয়ে হাওয়া খেয়ে ঘুরছে?
গত ৯মে যাদের হাতে জোনাকী ফাউন্ডেশন ঈদ উপহার তুলে দিয়েছিল আজ ১৪মে সেইসব মানসিক ভারসাম্যহীনদের ২য় দফায় ঈদ উপহার বিতরন ও তাদের মুখে তুলে দিল ঈদের সেমাই।
ঈদ উৎসবে সবাই যখন নিজ পরিবার নিয়ে আনন্দে আত্মহারা ঠিক তখনই মানবতার বাতিঘর জোনাকী ফাউন্ডেশনের নিঃস্বার্থ ত্যাগি সদস্যরা বিবেকের মানবিক তাড়নায় সেমাই নিয়ে ঘুরছে পথে পথে।মানবতার এমন বিরল দৃশ্য চোখে পড়েছে আনোয়ারা থানাস্থ বিভিন্ন স্থানে।
জোনাকী ফাউন্ডেশনের সদস্যরা বলেন, মানবিক এই পথচলায় তাদের নিয়ে ২য় দফায় কাজ করলাম।তাদের সাথে সময় কাটিয়ে অনুভব করেছি ঈদের পূর্ন আনন্দ।
সংগঠনের চেয়ারম্যান ডা.রাশেদুল আলম বলেন মানসিক ভারসাম্যহীনদের নিয়ে আমাদের আরো অনেক প্রজেক্ট সামনে বাস্তবায়িত হবে। তিনি আরো বলেন সমাজ কে বদলাতে হলে আমাদের মনকে বদলাতে হবে, এগিয়ে আসতে হবে মানবিক হয়ে।