আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে, আনোয়ারা উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের পিতৃহারা হাসিব উদ্দীন কিছুদিন আগে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি ছিলেন অনেকদিন। আল্লাহ্’র হাসিবকে গত শনিবার রিলিজ করে দেন ডাক্তাররা, বর্তমানে সে তার মামার বাসায় চিকিৎসাদিন আছে। কিন্তু হাসিবের গলার আঘাতটা এখনো সারেনি। ডাক্তার বলেছেন আরো ২-৩মাস চিকিসা চালিয়ে যেতে হবে এবং টাকাও লাগবে অনেক। কিন্তু চিকিৎসায় আরোগ্যযোগ্য হাসিবকে সুস্থ করে তোলার মতো যথেষ্ট টাকা তার অস্বচ্ছল মায়ের কাছে নেই।
তাই আমরা (দুর্বার বারখাইন) আপনাদের সহযোগীতায় গত সপ্তাহে ১ম ধাপে কিছু টাকা ওর পরিবারের কাছে তুলে দিয়েছিলাম। আমাদের সাহায্য প্রার্থনার সময়টা মাসের শেষের দিকে হওয়াতে চাকুরীজীবি ভাইদের পক্ষ হতে কিছু সাহায্য পাবার আশায় আমাদের ইভেন্ট চলমান রেখেছিলাম।
আপনাদের কাছে বিনীত আবেদন, হাছিবের চিকিৎসার স্বার্থে যে কোন সংখ্যার অনুদান প্রদানের মাধ্যমে সহযোগীতার হাত বাড়িয়ে দিলে চিকিৎসার অভাবে হারাবেনা একটি প্রাণ, বেঁচে যাবে একটি পরিবার।
আমাদের যেভাবে সাহায্য পাঠাবেন।
বিকাশ: 01822977859 (পার্সোনাল) মাসুদ
সাহায্য কামনায়
দুর্বার বারখাইন
একটি সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।