আনোয়ারা প্রতিনিধিঃ
চট্টগ্রামের আনোয়ারায় জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম সার্বিক ও চিকিৎসায় তত্বাবধানে একজন পথচারীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।গতকাল ৩০ সেপ্টেম্বর, সারাদিন তাকে জোনাকী ফাউন্ডেশনের সদস্যরা সহ পর্যবেক্ষণে রাখছিলেন। স্যালাইন, ইনজেকশন, খাবার যথাসময়ে ব্যবস্থা করা হয়।
সর্বশেষ গতকাল শুক্রবার রাতে তাঁকে খাবার খাইয়ে জোনাকী ফাউন্ডেশনের সদস্য শোয়াইবুল ইসলাম ফয়সাল বাড়ি ফিরেন।এই সুযোগে রাতের আঁধারে মানুষটি মেডিকেল ত্যাগ করেন,যা সকালেই আমরা জানতে পারি।পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়ার পরে-ও আমরা সন্ধান পাইনি।
জোনাকী ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. রাশেদুল আলম জানান, দুঃখ প্রকাশ করছি যে এইসমস্ত মানসিক ভারসাম্যহীন রোগীর চিকিৎসায় এটাই প্রধান সমস্যা,তবে আমাদের কে এগিয়ে আসতে এধরণের অবহেলিত মানুষদের পাশে থাকলে মানবতার বিপর্জয় গড়বে না মনে করি।