আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা উপজেলার বারখাইনে মাওলানা শেখ মুহাম্মদ আবুল বশর(রাহ্.) এর ২৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সালনা ঈদে মিলাদুন্নবী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ জানুয়ারি ) বাদে মাগরিব হতে মিলাদ মাহফিলের আয়োজন করেন মাওলানা শেখ মুহাম্মদ আবুল বশর ফাউন্ডেশন।
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের দক্ষিণ শিলাইগড়া গ্রামের মাওলানা বাড়িতে মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন পশ্চিমচাল ইসলামিয়া ফাযিল মাদরাসার সাবেক মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবদুর রহমান আলকাদেরী।
এতে প্রধান মেহমান ছিলেন সোবহানিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ জুলফিকার আলী চৌধুরী।
এইসময় বিশেষ মেহমান হিসেবে ছিলেন জামেয়া কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম আলকাদেরী,মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার,জুলেখা আমিনুর রহমান সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা হাফেজ কাজী মুহাম্মদ খাইরুল আনোয়ার।
এতে বিশেষ ওয়াজিন হিসেবে ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ শামসুদ্দিন,পশ্চিমচাল ইসলামিয়া ফাযিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ আশিকুর রহমান আলকাদেরী,হযরত জঙ্গলীপীর ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসার কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা সুপার মুফতী মাওলানা মুহাম্মদ আবদুল আজিজ রিজভী,দিঘিরপাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন আনোয়ারী,বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসার মুদাররিস মাওলানা সৈয়দ মুহাম্মদ মিনহাজ উদ্দিন।
মাহফিলে বক্তারা বলেন,রাসূল (সঃ) এর শান মর্যাদা সমুন্নত করেছেন স্বয়ং আল্লাহ পাক।নবী রাসূলগণ, সাহাবী ও অলি কেরামের শান মর্যাদা অক্ষুণ রাখা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। কুরআন সুন্নাহের আলোকে আল্লাহ ও রাসূল (সঃ) এর দেখানো পথে চললে সমাজ শান্তি প্রতিষ্ঠা হবে।নামাজ বেহেশতের চাবি তাই আমাদের সকলকে নামাজ কায়েম করতে হবে।মা- বাবার খেদমত করতে হবে ।
শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করেন মাহফিলের উদ্বোধক বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবদুল খালেক শওকী।
অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন বারখাইন জামেয়া জমহুরিয়া ফাযিল মাদরাসার ছাত্র গোলাম মহিউদ্দিন।
এতে আরো উপস্থিত ছিলেন,ডাঃ রাশেদুল আলম- চেয়ারম্যান জোনাকী ফাউন্ডেশন. এম ডি এইচ রাজু- চেয়ারম্যান আরজি বাংলা টিভি।
সুন্দর ও সফল ভাবে অনুষ্ঠান শেষ হওয়ায় উপস্থিত সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন মাওলানা শেখ মুহাম্মদ আবুল বশর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মাওলানা শেখ মুহাম্মদ সওয়ার হোসেন।