মরমী কবি মোহাম্মদ নাজমুল হক শামীম পেলেন “সাহিত্যাঙ্গন বাংলাদেশ” ২১শে পুরস্কার

প্রেস বিজ্ঞপ্তি:

২১ ফেব্রুয়ারি ২০২৫: চট্টগ্রামের বিশিষ্ট লেখক, গবেষক ও “চট্টলানামা” লিটল ম্যাগাজিনের সম্পাদক মরমী কবি মোহাম্মদ নাজমুল হক শামীমকে “সাহিত্যাঙ্গন বাংলাদেশ” ২১শে পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ অডিটোরিয়ামে সাহিত্যাঙ্গন বাংলাদেশের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংস্থার চেয়ারপার্সন কবি, অনুবাদক ও সাংবাদিক আলহাজ সৈয়দা রুখসানা জামান সানু। আরও উপস্থিত ছিলেন লিটল ম্যাগাজিন সম্পাদক মুকুল রায়, “একতা” সম্পাদক মাজহারুল হক, ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন, ডা. মোমতাজ উদ্দীন আহমদ ও ডা. মআআ মুক্তাদীরসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মরমী কবি মোহাম্মদ নাজমুল হক শামীমের সাহিত্যকর্ম ও গবেষণার স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা প্রদান করা হয়। আয়োজকরা জানান, তাঁর লেখনী বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করছে। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা তাঁর সাহিত্যকর্মের ভূয়সী প্রশংসা করেন।