আনোয়ারা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক পৃথক অভিযান চালিয়ে বেশ কিছু স্থানে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন কালীন সময়ে দুটি স্কেভেটর এবং দুটি ট্রাক জব্দ করা করেন । গত ১৮ জানুয়ারি বিকেল বেলায় উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদের নেতৃত্বে উপজেলার রায়পুর ইউনিয়নের সংরেঙ্গা গ্রামে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় দু’টি স্কেভেটর এবং জুইদন্ডী ইউনিয়নের চৌমুহনী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন কারী বালি পরিবহন করার সময় দুটি ট্রাক জব্দ করেন।
আনোোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমদ বলেন, অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে যারা জনদুর্ভোগ সৃষ্টি করবে তাদের বিন্দুমাত্র ছাড় দেয়া হবে না।