।।রিফাত মিয়া।।
আওলাদে রাসুল (সঃ) মোজাদ্দেদে দ্বীনে মিল্লাত,ইমামে আহলে সুন্নাত আশেকে রাসুল(সাঃ),হযরতুলহাজ্ব আল্লামা গাজী শাহ্ ছৈয়দ মাওলানা আজিজুল হক আল-কাদেরী শেরে বাংলা (রহঃ) এর খলিফা হাযত রাওয়া,মুশকিল কোশা, নায়েবে মুস্তফা(সাঃ),তাজুল ওলামা হযরতুল আল্লামা শাহ্ ছুফি মাওলানা আব্দুল হাকিম আল-কাদেরী (রহঃ)’র ২৫ তম বার্ষিক ওরশ শরীফ আজ সম্পূর্ণ হয়েছে।
মাওলানা আব্দুল হাকিম আল-কাদেরী (রহঃ)(১৯১৩-১৯৯৫) ভক্তদের কাছে ভোলা হুজুর নামেই সর্বাধিক পরিচিত।দেশে পড়ালেখা শেষ করে তিনি ১৯৪৩ইং ভর্তি হন কলকাতা আলিয়া মাদ্রাসায় তারপর সেখান থেকে ভর্তি হন দেওবন্দ মাদ্রাসায়।ভারতে থাকাকালীন তিনি দিল্লি জামে মসজিদে ১০বছর ইমামতি করেন । পড়ালেখা শেষ করে তিনি দেশে এসে ইমামে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব মাওলানা আজিজুল হক আল-কাদেরী ইমাম শেরে বাংলা (রহঃ) থেকে বায়াত নিয়ে নিজ গ্রামে আসেন। ১৯৫৯ সালে হুজুর সুন্নাতে রাসুল (সাঃ) সাদী মোবারক সম্পূর্ণ করেন।অবশেষে ইসলামের খেদমত করতে করতে ৮২বছর বয়সে ১৯৯৫ সালে পরলোকগমন করেন।আনোয়ারা থানা অন্তর্গত ৬নং বারখাইন ইউনিয়নের ঝিওরী মাজার গেইটে তাঁকে কবরস্থ করা হয়।তাঁরই নামানুসারে জায়গাটি মাজার গেইট নামে পরিচিত।
ভক্তদের মুখে মুখে তাঁর কারামতের কথা যেন লেগেই আছে।প্রতিবছর আজকের এই দিনে ভক্ত আশেকের মিলন মেলায় পরিণত হয় মাজার প্রাঙ্গন।তারই ধারাবাহিকতায় ভক্তবৃন্দ এবং এলাকাবাসীর সহযোগিতায় আজ মাজার প্রাঙ্গনে পালিত হয়েছে নানা কর্মসুচী ।সারাদিন ব্যাপী খতমে কোরআন,খতমে গাউছিয়া,নাথে মোস্তফা পরিবেশন এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।চলছে তবরক বিতরণ।মাজার প্রাঙ্গন আলোক সজ্জায় ভরে ওঠেছে।
হুজের আউলাদ মুহাম্মদ ইলিয়াছ আল-কাদেরী
এবং মুহাম্মদ আনিছুর রহমান কাদেরী জানিয়েছেন আজকের এই দিনে দেশ ও মানুষের জন্য আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করা হয়েছে।ওরশে উপস্থিত সকলকে সবাই স্বাগত জানিয়ে বলেন আল্লাহর রহমত থাকলে আজীবন এই ওরশ মোবারক প্রচলিত থাকবে।তাছারা মাজারের কাজে যারা সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।