ভূমি সংক্রান্ত প্রতিহিংসার জেরে সাবেক সেনা সদস্য সার্জেন আব্দুল মজিদ গ্রেফতার

আনোয়ারা প্রতিদিন নিউজ ডেস্ক ;

কর্ণফুলী উপজেলার শাহমীরপুর গ্রামের সাবেক সেনা সদস্য সার্জেন আবদুল মজিদকে গতকাল ১৯ মে (সোমবার) সকাল ১১টায় কর্ণফুলী এসি ল্যান্ড অফিসে জমি সংক্রান্ত মিস মামলার শুনানি শুরু হওয়ার পূর্ব মহূর্তে প্রতিহিংসা মূলক মামলায় গ্রেফতার করেন কর্ণফুলী থানা পুলিশ।

জানা যায়, ভূমি সংক্রান্ত পার্শ্ববর্তী শামীমদের সাথে বেশ কিছুদিন সাবেক সেনাবাহিনী সদস্য সার্জেন আবদুল মজিদের পরিবারের সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে, বিষয়টিকে ধামাচাপার দেওয়ার জন্য সাবেক সেনাবাহিনীর সদস্য সার্জেন্ট আব্দুল মজিদকে চক্রান্ত মুলক গ্রেফতার করান ঐ কুচক্রী মহল।

এ বিষয়ে তার পরিবারের পক্ষে সাদমান মসজিদ আলভি বলেন, আমাদের সাথে জমি সংক্রান্ত পার্শ্ববর্তী শামীমদের সাথে বেশ কিছুদিন যাবত জমি সংক্রান্ত মিস মামলা চলমান গতকাল ১৯ মে (সোমবার) মিস মামলার শুনানির দিন ধার্য ছিলেন , আমার বাবা মামলার শুনানি জন্য কর্ণফুলী এসি ল্যান্ড অফিসে যাওয়ার আগমুহূর্তে গেট থেকে ষড়যন্ত্রমূলক আমার বাবাকে গ্রেফতার করেন যাতে মামলায় হাজির হতে না পারেন।