ভিংরোল স্পোর্টস একাডেমির অলম্পিক ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক;

ভিংরোল স্পোর্টস একাডেমি কর্তৃক আয়োজিত দ্বিতীয়বারের মত অলম্পিক ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর গতকাল ২৮শে ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৪টায় আনোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এরফানুল রশিদ এর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির মোঃ হিরো সৌজন্যে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ভিংরোল গোল্ড স্টার ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা, ৯ নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক এম. জসীম উদ্দীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং পরৈকোড়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, পরৈকোড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি দিদার হোসেন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আরোয়ারা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক তানভীর উদ্দিন আরিফ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আফাজুর রহমান আরিফ, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, চাঁদগাইয়া ফ্যাশনের স্বত্বাধিকারীরা এম রাশেদ উদ্দিন পারভেজ, ভিংরোল তরুণ সংঘের সভাপতি আবু বক্কর লিটন, ভিংরোল গোল্ড স্টার ক্লাবের সাবেক সহ-সভাপতি আবুল বশর,আনোয়ারা উপজেলা ছাত্রদলের সংগঠক মোহাম্মদ ফরহাদ করিম ও শাহেদ।

অনুষ্ঠিত ফাইনাল খেলাটি পরিচালনা করেন মোহাম্মদ রিফাত খাঁন, খেলায় অংশ নেন মামুর খাইন ফুটবল একাদশ বনাম মাহাতা লাকি সেভেন স্টার ফুটবল একাদশ মধ্যেকার অনুষ্ঠিত ফাইনাল খেলায় মাহাতা লাকি সেভেন ষ্টার ফুটবল একাদশ ট্রাইবেকারে বিজয় লাভ করেন।