আনোয়ারা প্রতিদিনঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে জাতীয় শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তান ও ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন আনোয়ারা প্রেসক্লাব।
আজ সোমবার একুশের প্রভাতে আনোয়ারা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান আনোয়ারা প্রেস ক্লাবের পক্ষে নেতৃত্ব বৃন্দরা।
এ সময় উপস্থিত ছিলেন, সভাপতি মোজাম্মেল হক, সহ-সভাপতি এম ডি এইচ রাজু, সাধারণ সম্পাদক ফৌজুল আজাদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইমরান বিন ইসলাম, সিনিয়র সদস্য রাজিব শর্মা, অর্থ সম্পাদক সুশান্ত শীল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক ফোরকান উদ্দিন প্রমুখ।