ব‍্যানারজট মুক্ত হল আখতারুজ্জামান চত্বর

আনোয়ারা প্রতিদিনঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা পরিষদে পরিচ্ছন্ন অভিযান।

ব‍্যানারজট মুক্ত হল আখতারুজ্জামান চত্বর

আজ শনিবার ৩০ জানুয়ারি সকাল ১০ টায়
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে কর্ণফুলী উপজেলা পরিষদে পরিচ্ছন্ন অভিযান কর্ণফুলী উপজেলার নির্বাহী অফিসার শাহিনা সুলতানার নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এসময় কর্ণফুলী থানার পুলিশ ও উপজেলার আনসার ভিডিপির সদস্য, ইউনিয়ন চৌকিদারগণ উপস্থিত ছিলেন।

নির্বাহী অফিসার শাহিনা সুলতানা নবীন কণ্ঠকে জানান আখতারুজ্জামান চত্বর দক্ষিণ চট্টলার প্রবেশদ্বার। কক্সবাজারে পর্যটকদের এপথে আসা যাওয়া। শহরের পথ ফিরিয়ে কর্ণফুলী উপজেলায় প্রবেশ করতেই ব‍্যানারজটের এমন দৃশ্য সত্যি দুঃখজনক। এ অভিযান ধারাবাহিক চলবে কিনা জানতে চাই তিনি বলেন, আজকে আরম্ভ করলাম আমার ইচ্ছে কর্ণফুলীকে একটি পরিচ্ছন উপজেলায় রূপ দেওয়া, এ অভিযান চলতে থাকবে।

অভিযান চলানো পূর্বে দেখা যায়-আখতারুজ্জান চত্বরটি ব‍্যানারে ঢেকে যায়। চারিদিকে ব‍্যানারের কারণে চত্বরের মূল দৃশ্যের অস্তিত্ব হারায়।

তিনি আরো জানান, আগামীতে এখানে ফুলের বাগান ও সৌন্দর্যবর্ধন করা হবে, যেখানে এসে মানুষ স্বতির নিশ্বাস ফেলবে।

মইজ্জ‍্যারটেক আখতারুজ্জামান চত্বরের আশেপাশে বিশাল আকারে এক পায়ের বিল বোর্ড চোখে পড়ে যা যেকোন মুহূর্তে ভেঙ্গে দুর্ঘটনার শিকার হতে পারে।