কর্নফুলী উপজেলায় বেষ্ট লাইফ ইন্সু্যরেন্স লি: এর ষুধিসমাবেশ ও মেডিকেল কার্ড বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন – সততার বিরল দৃষ্টান্ত জননন্দিত জনপ্রিয় জননেতা মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী এম পি মহোদয়ের দিকনির্দেশনা বাস্তবায়নে আনুগত্যের কর্মবীর – মাননীয় কর্ণফুলী উপজেলা চেয়ারম্যান ও কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব ফারুক চৌ: মহোদয়।
আরো উপস্থিত ছিলেন – অগনিত শুভ প্রত্যাশী রাজনৈতিক ও সমাজিক ব্যাক্তি গুনিজনরা।