চট্টগ্রাম:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার মোহাম্মদপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মৃত্যুতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসন।
তার পারিবারিক সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের গতকাল ৭অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে নগরীর বাসা বাড়িতে ইন্তেকাল করেন।পরে তাকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়।
বীর মুক্তিযোদ্ধা আবু তাহেরের মৃত্যুতে ৮ অক্টোবর( মঙ্গলবার) সকাল ১০টায় তার নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী ভূমি কমিশনার হোসাইন মোহাম্মদ।
বীর মুক্তিযুদ্ধ আবু তাহেরকে শেষ বিদায়ীতে শ্রদ্ধাঞ্জলি জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মনসুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সোলাইমান।
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের এর জানাযার নামাজ শেষে তাহার পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করেন স্থানীয়রা।