বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীর সমাধিতে শিশু-শিক্ষার্থীদের শ্রদ্ধা

“এম জসিম উদ্দীন ”
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত এসব কোমলমতি শিশুরা মা-বাবার মুখেই শুনে আসছে স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা, মুক্তিযুদ্ধের ইতিহাস,শুনেছে সাতই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর তর্জনী উঁচু করে দেওয়া ভাষণের ইতিহাস,শুনেছে বিজয়ের জয়গান। এসব শুনে ওদের হয়েছে অসাধারণ কল্পনা শক্তি । একাওরে মুক্তিবাহিনীর সামনে পাক-হানাদারবাহিনী, রাজাকার,, আল-বদর,, আল-শামসরা কুপোকাত হয়ে গেছে । এসব শুনে তারাও ফিরে যেতে চাচ্ছে সেই একাওরে।
মুক্তিযুদ্ধের চেতনাকে অন্তরে ধারণ ও লালনে কোমলমতি এসব শিশু-শিক্ষার্থীরাও কোনো অংশে পিছিয়ে নেই ।
আনোয়ারা উপজেলাধীন- উওর চাতরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদ্যপ্রয়াত-বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরী। শিশু-শিক্ষার্থীদের প্রাণের সেই বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা আবদুল কাদের চৌধুরীর মৃত্যুর সংবাদ শুনে আগেভাগেই ফুল নিয়ে প্রস্তুত ছিল তারা। তাদের পরনে ছিল লাল রঙের টি-শার্ট । অবশেষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব শিশুরাও প্রমাণ করলো আমরাও পারি, আমরাও জানি।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের চৌধুরীর বিদ্বেহী আত্বার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্কুলের কোমলমতি শিশু-শিক্ষার্থীরা ।