বিস্তৃত হচ্ছে এবার চট্টগ্রামের অমর একুশে বইমেলা

লেখক,পাঠক, কবি-সাহিত্যিক ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হবে জিমনেসিয়াম চত্বর

।।এম জসিম উদ্দীন।। চট্টগ্রাম,
মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত আগামী ১০ই ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম চত্বরে শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২০।

লেখক-প্রকাশক ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের দাবীর মুখে বড় পরিসরে বেশি সংখ্যক স্টল এবং প্যাভিলিয়নে এবারের অমর একুশে গ্রন্থমেলার আয়োজন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন ।

২০ দিনব্যাপী এ মেলার জন্য সবধরনের প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ। ইতিমধ্যে স্টল বরাদ্দের কাজও শুরু করেছে আয়োজকেরা। যে কোনো ধরনের জঙ্গি হামলা ও অশুভ শক্তির তৎপরতা বিবেচনা করে মেলার সার্বিক নিরাপত্তাও বৃদ্ধি করেছে মেলার প্রধান পৃষ্ঠপোষক, সিটি মেয়র-আলহাজ্ব আ জ ম নাসিরউদ্দিন । মেলা প্রাঙ্গণ থেকে চট্টগ্রাম ক্লাব, রেডিসন ব্লু,, কাজির দেউরি, নেভাল একাডেমি, এবং সি আর বি পর্যন্ত ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার আওতায় থাকবে ।

মেলার পরিস্কার-পরিচ্ছন্নতা, ভ্রাম্যমাণ টয়লেট স্হাপন, এবং প্রতিদিন মশক নিধনের সার্বিক ব্যবস্হা করেছে আয়োজকেরা। ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৮৫ টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবারের বইমেলায় । মেলার উদ্বোধন অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার ।

এছাড়া মেলা প্রাঙ্গণ থেকে বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং এফ এম রেডিওগুলোতেও মেলার তথ্যদি প্রতিদিন সম্প্রচার করবে। ক্ষুদ্র প্রকাশনা প্রতিষ্ঠান এবং ব্যাক্তি উদ্যােগে যারা বই প্রকাশ করেছেন তাঁদের বইগুলো প্রদর্শন ও বিক্রির ব্যবস্হা করার সিদ্ধান্ত বিবেচনায় রেখেছে আয়োজকেরা।

এবারের মেলায় থাকবে লেখক আড্ডা, মুক্তিযোদ্ধা কর্নার, প্রকাশক কর্নার, বুদ্ধিজীবি কর্নার, সাংবাদিক কর্নার, পুলিশ কর্নার, RAB কর্নার, গোয়েন্দা বিভাগ কর্নার, আনসার ব্যাটলিয়ন কর্নার,, কিডস্ কর্নার এবং ফিডিং কর্নার, ভাষা শহীদদের নামে থাকবে বিজয় থিম । ১০ই ফেব্রুয়ারি গ্রন্হমেলার শুভ উদ্বোধন।

১১ই ফেব্রুয়ারি ৪টা থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ভাষা শহীদদের স্মৃতিচারণ অনুষ্ঠান, সেমিনার, শিল্প-সাহিত্য, সংস্কৃতি, রাজনীতি-সমকালিন প্রসঙ্গ এবং বাঙালি পন্ডিত-মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা ।

অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে শিশু-কিশোর চিত্রাঙ্কন, সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতা, এবং সংগীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।
প্রতি বছরের ন্যায় এবারেও গুণিজন সংবর্ধনা, একুশে পদক এবং মেলায় অংশগ্রহণকারী গুনগতমান বিচারে কয়েকটি সেরা প্রকাশনা সংস্থাকে স্মৃতি পুরস্কার দেয়া হবে ।

বলাকা প্রকাশন ও নন্দন প্রকাশনা সংস্থার ভূবণে আপনাকে স্বাগতম।