বিএম ডিপোতে বিস্ফোরণে মৃত্যু সালাউদ্দীন কাদের চৌধুরীর জানাযা অনুষ্ঠিত

আনোয়ারা প্রতিদিন ডেস্কঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিনির্বাপণকালে  বিস্ফোরণে ৯ জন কর্মীর মৃত্যু হয়। তারমধ্যে গতকাল ৬ ই জুন সন্ধ্যা ৭টায়  ফায়ার ফাইটার মৃত্যু সালাউদ্দিন কাদের চৌধুরীর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যলয়ে তাহার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন,এম রেজাউল করিম চৌধুরী মেয়র চট্টগ্রাম সিটি কর্পোরেশন,চট্টগ্রাম,মুহাম্মদ আনিসুর রহমান উপ-পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম বিভাগ,চট্টগ্রাম,মুহাম্মদ ফারুক হোসেন সিকদার, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন স্তরের কর্মকর্তাগন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরীর মৃত্যু সালাউদ্দীন কাদের চৌধুরীর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা ও সমবেদনা জানান।

গার্ড অব অনার প্রদান করেন টিম নিয়ে মুহাম্মদ এনামুল হক (পি এফ এম এস)সিনিয়র ষ্টেশন অফিসার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন, আগ্রাবাদ, চট্টগ্রাম।