নিজস্ব প্রতিবেদক;;
সারাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা, কৃষক দল কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে
চট্টগ্রাম দক্ষিণ জেলা বাঁশখালী উপজেলার ৪ নং বাহারছড়া ইউনিয়ন কৃষক দল আয়োজিত গতকাল ২৫ জানুয়ারি (শনিবার) সন্ধ্যা ৭টায় উপজেলা কৃষক দলের আহবায়ক আকবর হোসাইন সিকদারের সভাপতিত্বে
ও সদস্য সচিব ফজল কাদের মেম্বারের সঞ্চালনায় সর্বদলীয় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়,
এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যগ্ন আহবায়ক সালাউদ্দিন সুমন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন , চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক এডঃ মফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা হাজী ছাবের আহমদ, রফিক আহমদ,চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সাবেক সদস্য আব্দুর রশিদ,মোহাম্মদ ইসমাইল, যুবদল নেতা ইয়াসিন, মহিউদ্দিন,বাঁশখালী উপজেলা ছাত্র দলের নেতা ওয়াহিদুল ইসলাম সহ স্থানীয় কৃষক দলের নেতৃবৃন্দরা।