বারশত ইউনিয়ন দু’টি দোকান আগুন পুঁড়ে যায়, প্রায়ই ১৯লক্ষ টাকার ক্ষয় ক্ষতি

গত ১০ ফ্রেরুয়ারী রাত ৩ ঘটিকার দিকে ২নং বারশত ইউনিয়ন আওতাধীন কবিরার দোকানে জনাব মোঃ মামুন ড্রাইভারের দু,টি দোকান আগুুনে পুঁড়ে ছাই হয়ে য়ায়,উনার ভাষ্যমতে প্রায়ই ১৯লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়।

রাতে মোঃ শাহনুর মেম্বার থেকে খবর পেয়ে ওসি অফির্সাস ইনচার্জ জনাব দুলাল মাহমুদ সাহেবকে ফোন করি,এর পর ফায়ার সার্ভিস আনোয়ারা,সি ইউ এফ এল এ র ফায়ার সার্ভিস সহযোগিতার জন্য জনাব মোঃ ইমরান খানকে।

বেশ ত্বরিৎ গতিতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস উপস্হিত হয়ে আগুন নিয়ন্ত্রন করে। যার ফলে পুরো কবিরার দোকান ভয়াবহ ধ্বংস লীলা থেকে বেঁচে যায়,মাটিতে মিশে য়ায় ড্রাইভার মোঃ মামুনের স্বপ্ন।

স্থানীয় চেয়ারম্যান বলেন,  আমরা মামুনের পাশে দাঁড়ায়,প্রয়োজনীয় পণ্য যা মামুন বিক্রি করে তা প্রয়োজনে ক্রয় করি,তাতে মামুন আবার নতুন করে স্বপ্ন দেখবে,তার বাচ্চাদের পড়াতে পারবে,সুখের নীড় রচিত হবে ইনশাল্লাহ।।