আনোয়ারা প্রতিদিনঃ
আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জেয়ারত করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
শনিবার ( ৩০ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে আনোয়ারা উপজেলার হাইলধর গ্রামে আখতারুজ্জামান বাবুর কবরস্থানে যান রেজাউল করিম। এই সময় তিনি বাবুর কবর জিয়ারত করেন এবং তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এই সময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের একান্ত সচিব রিদুয়ানুল করিম সায়েম, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আলমগীর চৌধুরী, কর্ণফুলি উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, উপজেলা আওয়ামীলীগের এডহক কমিটির সদস্য সগীর আজাদসহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।