আনোয়ারা প্রতিদিনঃ
আনোয়ারা-কর্ণফুলীবাসীর জ্ঞানকোষখ্যাত ‘দেয়াঙ পরগনার ইতিহাস’ (আদি ও আধুনিক) খন্ড নতুন সংস্করণ নতুন কলেবরে বের হলো বহু চড়াই উৎরাই পেরিয়ে। করোনাকালে এর চেয়ে বড় সুসংবাদ আর হতে পারেনা।
চট্টগ্রামের আলোচিত ইতিহাসবিদ ও গবেষক জামাল উদ্দিন তাঁর বলাকা প্রকাশন থেকে বইটি বাজারে এনেছেন।
এতে চট্টগ্রামের পাশাপাশি বেশী গুরুত্বপূর্ণ ইতিহাস স্থান পেয়েছে আনোয়ারা ও কর্ণফুলীর নানান বিষয়াদি।
একটি বই বাজারে আনা মানে সীমাহীন ত্যাগ ও কষ্টের বিনিময়। এই অসময়ে আমরা লেখকের পাশে দাঁড়াতে না পারলেও অনেক শুভকামনা ছিলো লেখকের জন্য।
করোনাকালে বইটি প্রকাশে লেখকের পাশে দাঁড়ানো সবার প্রতি রইলো টুপিখোলা সালাম।
জামাল ভাই ও বলাকার জন্য রইলো শুভকামনা। আশা করি নতুন নতুন বিষয় পাবো নতুন সংস্করণে।